রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল দলটির আমির মাওলানা আবদুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে এই দাবি জানান। নেতৃদ্বয় আরও বলেন, জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উচ্চমূল্যের চরম কশাঘাতের শিকার। পশুখাদ্যের উচ্চমূল্য, চাঁদাবাজি, বিদ্যুৎ সংকটসহ নানা কারণে এবারও অনেকের ঈদ আনন্দ পূর্ণতায় পৌঁছবে না। দরিদ্র-অসহায় মানুষও যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সামর্থ্যবানদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নেতৃদ্বয় আরও বলেন, মনের পশুত্বকে কোরবানি দিয়ে সে ইসমাঈলী চেতনায় নিজেদেরকে শানিত করতে হবে। নেতারা আশা প্রকাশ করেন অচিরেই গাজার রাফাসহ ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ খবর