শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

লাখ লাখ মানুষ পানিবন্দি সরকার উদাসীন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রতি বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রচণ্ড তাণ্ডবে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ সময় সরকারের উদাসীনতা বিস্ময়কর। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী আহমেদ বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশেষজ্ঞদের অভিমত-সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বেড়েছে। একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরও ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার।

সর্বশেষ খবর