শুক্রবার, ২১ জুন, ২০২৪ ০০:০০ টা

পল্লীকবির জায়গা দখলের চেষ্টার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের কমলাপুর মৌজার অনাথের মোড় এলাকায় পল্লীকবি জসীমউদ্দীনের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় অনাথের মোড় এলাকায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কবি পরিবারের স্বজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পল্লীকবির নামে শিক্ষা নিকেতন করার জায়গাটি যাতে কেউ দখল করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কবিপুত্র ড. জামাল আনোয়ারের স্ত্রী রাজিয়া সুলতানা। তাঁর অভিযোগ- সন্ত্রাসীরা গত ১৬ জুন উল্লিখিত জায়গা দখল করতে যায় এবং দেয়াল তুলে। বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হলে তারা দেয়াল তোলার কাজ বন্ধ করে দেন।

ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে আবার কাজ শুরু করা হয়। রাজিয়া সুলতানা জানান, কোতোয়ালি থানার অন্তর্গত ১১৬ নম্বর কমলাপুর মৌজায় পল্লীকবি জসীমউদ্দীনের নামে এসএ ১৫৩১ নম্বর খতিয়ানের লিখিত ৭০৩ নম্বর দাগে যা ওই মৌজার বিএস ১০৯৯ খতিয়ানের লিখিত সূত্রে ৪৩৪ নম্বর দাগে ৩১ দশমিক ৩৪ শতাংশ এবং ৪৩৫ নম্বর দাগে ১৯ দশমিক ৫৬ শতাংশ সর্বমোট ৫০ দশমিক ৯০ শতাংশ ভূমি ছিল। জমিগুলো পরবর্তীতে কবিপুত্র ও কন্যাদের মধ্যে বণ্টন করা হয়। এর মধ্যে ১৯ দশমিক ৫০ শতাংশ ভূমির মালিক আমার স্বামী ড. জামাল আনোয়ার। এ জায়গাটির কিছু অংশ দাবি করেন স্থানীয় ব্যক্তি বিল্লাল হোসেন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন।

সর্বশেষ খবর