শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে বাকলিয়ায় সিডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর সবচেয়ে জলাবদ্ধতা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত দক্ষিণ বাকলিয়া সরেজমিন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। গতকাল দুপুরে মিয়াখান নগরের বেলোয়ার খান সওদাগর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করে জলাবদ্ধতার কারণ অনুসন্ধানে নামেন তিনি। পরে তিনি মিয়া খান নগর রোড, মুরালি রোড, ইসমাইল ফয়েজ রোড, পশ্চিম পাড়া, চাক্তাই সংযোগ খাল, চাক্তাই খাল, চাক্তাই স্কুল এলাকা, হাজী মনসুর আলী রোড এলাকা, বদর আলী খাল, ইসহাকের পোল ও কালামিয়া বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, মো. নুরুল আলম মিয়া, নগর আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম নুরু, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শফিউল আজম বাহার, এম আর ইয়াসিন, মহানগর ছাত্রলীগের সহসম্পাদক আবু সালেহ নূর রিমন প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর