শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সাংবাদিকের ওপর হামলা

সেই আওয়ামী লীগ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদুল আসাদ রাসেলকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। গতকাল রাতে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই নোটিস দেওয়া হয়। যুগান্তরের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ১৫ দিনের মধ্যে তাকে সেই জবাব দিতে বলা হয়েছে। গত সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহে গেলে রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে।

রাসেলের নেতৃত্বে তার সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর কয়েকজন সদস্য এ হামলা চালায়। এ ঘটনার পরদিন মঙ্গলবার রাসেলকে শোকজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রাসেলের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর