সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
যৌথ বিবৃতি

গণগ্রেপ্তার বন্ধ করুন

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের চলমান কারফিউ জারি ও সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা বলেন,  সারা দেশে  সাধারণ নাগরিককে হত্যা অব্যাহত রয়েছে। হত্যা ও গণগ্রেপ্তার বন্ধ করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা। বিবৃতিদাতারা হলেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আবুল হাসনাত কাইয়ুম, গণফোরামের সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, গণ অধিকার পরিষদের মিয়া মসিউজ্জামান প্রমুখ। বিবৃতিতে নেতারা বলেন, নাগরিকদের প্রতি নিষ্ঠুরতা, হত্যাকান্ড ও গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। দেশব্যাপী ছাত্র জনতার নৃশংস হত্যার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করতে হবে।  হাইকোর্ট ডিভিশনের রায় বাতিল করে দেওয়া আপিল বিভাগের আদেশের মাধ্যমে প্রমাণিত হলো ছাত্রদের দাবি ছিল ন্যায্য ও যৌক্তিক। তারা বলেন, যে বিষয়টি ছিল পুরোপুরি নির্বাহী বিভাগের আওতাধীন সেটিকে জটিল করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল। এতে সরকার কোটি কোটি মানুষের জীবন জীবিকাকে হুমকিতে ফেলেছে। 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর