সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
কোটা আন্দোলন

অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের শাস্তি চান মুক্তিযোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের মধ্যে অনুপ্রবেশ করে যারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে এবং সরকারি স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেছে তাদের শাস্তির দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সংসদের স্মার্ট প্যানেলের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের স্মার্ট প্যানেলের মহাসচিব প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। উচ্চ আদালতের রায়ই চূড়ান্ত। আমরা মুক্তিযোদ্ধা সন্তানদের ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। কারণ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের (মুক্তিযোদ্ধা) জন্য অনেক কিছু করেছেন। আগামীতেও করবেন। আমরা শেখ হাসিনার উপরই ভরসা রাখছি।

বিজ্ঞপ্তি বলা হয়, আমরা বিশ্বাস করি কোটা আন্দোলনকারী ছাত্ররা কোনো সহিংসতা করেনি। কোটা আন্দোলন ছিনতাই করে জামায়াত-শিবির-বিএনপির ক্যাডাররা গত কয়েকদিনে তান্ডব চালিয়েছে। তারা মেট্রোরেলের স্ট্রেশন, বাংলাদেশ টেলিভিশন, সেতু ভবন, থানা, সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। এ সব অপরাধী চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা কে এম মোজাম্মেল হক, আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ কায়কোবাদ, আবদুল করিম সরকার, মোহাম্মদ আনোয়ার ভুইয়া, ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভুইয়া, শাজাহান মৃধা বেনু, মো. তাজুল ইসলাম, মো. শাজাহান, নারায়ণগঞ্জ জেলা কমান্ডার মোহাম্মদ আলী, ফরিদপুর জেলা কমান্ডার আবুল ফয়েস, ময়মনসিংহ জেলা আবদুর রব, গাইবান্ধার মাহমুদুল হক শাহজাদা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর