সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক

তথ্যপ্রযুক্তি শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সংযোগ চালুর দাবি জানিয়েছেন এ খাতের পাঁচ বাণিজ্য সংগঠন। গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ডাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) যৌথ বিবৃতিতে এ দাবি জানায়।

বিবৃতিতে তারা বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের সব ব্যবসা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। ইন্টারনেট বন্ধ থাকায় এ খাত অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে রপ্তানিমুখী প্রযুক্তি সেবা বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থা চলমান থাকলে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সংযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তারা।

 

 

সর্বশেষ খবর