সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কোটা বাতিলের রায় শিক্ষার্থীদের রক্তের প্রতিদান

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ আবদুছ ছামাদ বলেছেন, কোটা বাতিলের রায় শিক্ষার্থীদের রক্তের প্রতিদান। স্বাধীনতার পরবর্তী অসংখ্য শিক্ষার্থীর রক্তের বিনিময়ে এই দাবি পূরণ হয়েছে। তাদের অভিনন্দন। গতকাল এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন। বিবৃতিতে নেতৃদ্বয় আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করে বলেন, আদালতের রায়ে প্রমাণ হয়েছে কোটা সংস্কার আন্দোলনের দাবি ছিল যৌক্তিক। তারা বলেন, কোটা সংস্কার ইস্যুতে আদালতের রায় সন্তোষজনক। রাষ্ট্রপক্ষ এ প্রক্রিয়া আরও আগে শুরু করলে এই সংঘাতময় পরিস্থিতি তৈরি হতো না। নাগরিকদের প্রতি নিষ্ঠুরতা, হত্যাকান্ড ও গণগ্রেপ্তার বন্ধ করুন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর