সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সংকটময় পরিস্থিতির জন্য সরকার দায়ী

জমিয়ত মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য সরকার দায়ী। তিনি বলেন, সরকার যদি কোটা সংস্কারের ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য না করত, দলীয় ছাত্র সংগঠন ও প্রশাসন দিয়ে দমন করার সিদ্ধান্ত না নিত তাহলে আজ দেশ অগ্নিগর্ভ হতো না।

গতকাল এক বিবৃতিতে মাওলানা আফেন্দী আরও বলেন, কোটা সংস্কার ইস্যুতে আদালতের রায় সন্তোষজনক। রাষ্ট্রপক্ষ এই প্রক্রিয়া আরও আগে শুরু করলে এ সংঘাতময় পরিস্থিতি তৈরি হতো না। সরকারের দমনপীড়নের নিন্দা জানিয়ে বলেন, মানুষের জানমালের নিরাপত্তা বিধান ও নাগরিক অধিকার সুরক্ষা নিশ্চিত করতে এ সরকার ব্যর্থ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর