রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড, অগ্নিসংযোগ, সরকারি দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাসহ যাবতীয় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে এসবের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারদের এ সংগঠন। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামালের সই করা বিবৃতিতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ সার্ভিসের কর্মকর্তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সর্বশেষ খবর