শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় উত্থানে

নিজস্ব প্রতিবেদক

দরপতন থেকে বেরিয়ে উত্থানে ফিরেছে শেয়ারবাজার। সপ্তাহের শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। দাম বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দরের। ডিএসইতে লেনদেন হয়েছে ৫০০ কোটি টাকার বেশি। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস সূচক ও লেনদেন বাড়ল। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। এ দিন বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় বাজারটিতে বেড়েছে সব কটি মূল্যসূচক। বেড়েছে লেনদেনের পরিমাণও। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ২৭৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৬০ প্রতিষ্ঠানের। এ ছাড়া ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। বিমা খাতের ৫০ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং ছয়টির দাম কমেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৭৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭০ কোটি ৫৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৮২ কোটি ১৭ লাখ টাকা। এর মাধ্যমে ১৬ জুলাইয়ের পর ডিএসইতে আবার ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হলো। লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২ লাখ টাকার। ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৭ প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৯টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ৬২ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর