শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জেদ্দায় ইউএস-বাংলার সরাসরি ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক

পবিত্র নগরী মক্কার প্রবেশদ্বার জেদ্দায় সরাসরি ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গতকাল স্থানীয় একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান আনুষ্ঠানিকভাবে ঢাকা-জেদ্দা ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন। সপ্তাহের প্রতিদিন ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে সরাসরি ঢাকা থেকে জেদ্দা ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান বলেন, ঢাকা-জেদ্দা রুটের উদ্বোধন করছি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের।

 আশা করছি ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের বহর আরও বড় করবে এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণ করে আরও এগিয়ে যাবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওমরাহ হজ পালন করার সুপ্ত ইচ্ছাকে পূর্ণতা দিতেই ইউএস-বাংলা এয়ারলাইনস সরাসরি ঢাকা থেকে পবিত্রতম শহর জেদ্দায় ফ্লাইট শুরু করেছে।

নতুন চালু হওয়া এ রুটে ঢাকা থেকে জেদ্দার ন্যূনতম ভাড়া ট্যাক্স, সারচার্জসহ ওয়ানওয়ে ৫৩ হাজার ১৮৯ এবং রিটার্ন ভাড়া ৯০ হাজার ৭১৮ টাকা। এ ছাড়া জেদ্দা থেকে ঢাকার ওয়ানওয়ের ন্যূনতম ভাড়া ৭৯৩ সৌদি রিয়াল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৮৬ সৌদি রিয়াল। ঢাকা থেকে যাত্রীরা জেদ্দায় ৩০ কেজি এবং জেদ্দা থেকে ঢাকায় ৫০ কেজি পর্যন্ত বিনা খরচে লাগেজ বহন করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর