শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আহতদের চিকিৎসার খোঁজ নিতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের পাশাপাশি অন্য রোগীদেরও খোঁজখবর নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে আহতদের খোঁজ নেন। তিনি বলেন, সংঘর্ষের শুরু থেকে ৭০০-এর বেশি রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে ১৯৪ জন রোগী ভর্তি আছে। সবার চিকিৎসা সরকারের পক্ষ থেকে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করে দেওয়া হচ্ছে। চিকিৎসার বিষয়ে কোনো ঘাটতি হচ্ছে না।

 

সর্বশেষ খবর