রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বেড়েছে সাপের হানা ডায়রিয়ার প্রকোপ

নোয়াাখালী প্রতিনিধি

বেড়েছে সাপের হানা ডায়রিয়ার প্রকোপ

নোয়াখালীতে গত দুই দিনে বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

তিনি জানান, বন্যাকবলিত এলাকায় মাঠেঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় গত শুক্রবার নয়জনকে এবং বৃহস্পতিবার ২৬ জনকে সাপে দংশন করে। অতিবৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাইরে আসছে বলে ধারণা করছেন স্থানীয়রা। একই সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যাও বাড়ছে। জেলা সির্ভিল সার্জন ডা. ইফতেখার মাসুম বলেন, ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে। বিভিন্ন এলাকায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত আট দিনের টানা বৃষ্টি ও বন্যায় ফেনীর মুহুরী নদীর জোয়ারের অতিরিক্ত পানি নোয়াখালীতে ঢুকে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর জেলা শহর মাইজদীসহ আটটি উপজেলার অনেক জায়গায় হাঁটু ও কোমর পরিমাণ পানি উঠে যায়। এতে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এতে মানুষের স্বাভবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর