কক্সবাজারের উখিয়া সমুদ্রসৈকতে ৮ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছে। গতকাল বিকাল ৫টার দিকে উপজেলার সোনারপাড়া সৈকতে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিকালে জেলেদের কাছ থেকে খবর পেয়ে ভেসে আসা ডলফিনটি উদ্ধার করা হয়েছে। ডলফিনটি স্পিনার প্রজাতির জানিয়ে তিনি বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে এ প্রজাতির ডলফিন বিপদাপন্ন হয়ে মাঝে মাঝে ভেসে আসে। এ ডলফিনের কঙ্কাল বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে এটি ব্যবহার করা হবে। তিনি জানান, উদ্ধার করা স্পিনার প্রজাতির ডলফিনের ওজন ৯৫ কেজি এবং দৈর্ঘ্য ৮ ফিট, লেজের দৈর্ঘ্য ১.৫ ফুট, ডর্সাল ফিনের দৈর্ঘ্য ৮ ইঞ্চি, পিক্টোরাল ফিনের দৈর্ঘ্য ১০.৫ ইঞ্চি, ঠোঁটের দৈর্ঘ্য ৫ ইঞ্চি, মুখের দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ঠোঁটের শেষ মাথা থেকে চোখের দূরত্ব ১১.৫ ইঞ্চি, দুই চোখের ব্যবধান ১১.৫ ইঞ্চি, মাঝের বেড় ২.৮ ফুট। বিওআরআই’র এই বিজ্ঞানী আরও বলেন, ডলফিনের শরীরে কোনো আঘাত বা পচনের চিহ্ন পাওয়া যায়নি।