বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশনের চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপ্যাল করেসপনডেন্ট ফারজানা রূপাকে নয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রহিম মিয়া জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২১ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আটক করা হয়। ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২৬ আগস্ট আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।