মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
তোফাজ্জল হত্যা

জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গত বুধবার ফজলুল হক হলের অতিথি কক্ষে ৩২ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ওই ঘটনায় আট ছাত্রের সংশ্লিষ্টতা পেয়ে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তালেবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু ফাইন্ডিংস আমাদের জানিয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখে বাকি যারা জড়িত, তাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে। তিনি বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্তে যদি আরও কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর