রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভারতে অনুপ্রবেশের সময় চার নারী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সিলেট সীমান্তে এবার আটক হলেন চার নারী। গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।  আটকরা হলেন- যশোরের জেবা বেগম (৩৫), খুলনার নুর নাহার (৩৫) ও রিমি ঢালি (১৮), নড়াইলের লিপি বেগম (৪০)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল সকালে গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝরনা নামক স্থান দিয়ে জুয়েল রানা নামে এক দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই চার নারী। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। তবে জুয়েল রানা কৌশলে পালিয়ে যায়। পরে ওই চার নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় জুয়েল রানা ও আটক চার নারীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর