সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়

-প্রগতিশীল জাতীয়তাবাদী দল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিত সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার গণহত্যা থেকে মুক্তির জন্য ছাত্র-জনতার জীবন দান করে যে স্বাধীনতা অর্জন করেছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বৈষম্যহীন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

আসছে ১ অক্টোবর দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় এসব কথা বলেন ফিরোজ মোহাম্মদ লিটন। উদযাপন কমিটির আহ্বায়ক ইয়াসিন হাবিব সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, জনগণের ভোটের অধিকার, নিরাপত্তা ও সুশাসনের জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নাই। ছাত্র-জনতার রক্তে কিনা স্বাধীন দেশে কোনো ষড়যন্ত্রকারী ঠাঁই হবে না। এ সময় উপস্থিত ছিলেন মাহবুব রব, মিয়া মোহাম্মদ সেলিম হোসেন, মো. আবদুস সালাম মিয়া, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ সেলিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর