খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগে ঠিকাদারের বিরুদ্ধে অর্থবাণিজ্য ও হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে এ অভিযোগ জানান আউটসোর্সিংয়ে নিয়োগকৃত আয়া লিজা আক্তার। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত হোসেন ফারুক হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছেন।
দিনের পর দিন নিয়োগকৃতরা শ্রম দিলেও তাদের বেতন না দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হচ্ছে। হাসপাতালে ৩০৬ জনের লটে পাঁচ শতাধিক মানুষকে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি নবায়নের নামে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে।
সব অনিয়মের বিরুদ্ধে এই মধ্যে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ, শ্রম অধিদপ্তর, সোনাডাঙ্গা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।