শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

তিন দিনে ২২ জন নিহত

তিন দিনে ২২ জন নিহত

কুমিল্লা, সিলেট, নওগাঁ, টাঙ্গাইল, ভোলা, রাজবাড়ী, বরিশালের গৌরনদী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় ২২ নিহত হয়েছেন। 
কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনায় পৃথক দুর্ঘটনায় প্রাইভেট কার এবং বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে একটি প্রাইভেট কার এক ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত আবদুল মজিদ দাউদকান্দির রায়পুর গ্রামের আবুল খায়েরের ছেলে। এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রামগঞ্জগামী আল-বারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছয়ঘরিয়া এলাকার আনিছ-এর চা দোকান চাপা দেয়। এ সময় চা-দোকানের কর্মচারী আবুল কাশেম (৩০) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আরও ১০ জন এবং বাসের চারযাত্রী আহত হয়। সিলেট : বুধবার সিলেট-জালালপুর সড়কের দক্ষিণ সুরমার জালালপুরে রাস্তা পারাপারের সময় সালেহা বেগম (৪৫) নামের এক নারীকে চাপা দেয় একটি পিকআপ ভ্যান। সালেহা বেগম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ময়নাভাগ গ্রামের বাসিন্দা। এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। টাঙ্গাইল : টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাজবাড়ী : দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ নামক এলাকায় বুধবার সড়ক দুর্ঘটনায় তৌহিদ নামের এক যুবক নিহত হয়েছে। তার বাড়ি জমিদার ব্রিজ এলাকায়। এ ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল : বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জেলা (উত্তর) বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ব্যবসায়ী অমল বিশ্বাস (৭০)। ১৫ অক্টোবর রাতে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হন। ঝিনাইদহ : ঝিনাইদহের লাউদিয়ায় একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় এনামুল (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল পেশায় একজন মোটরমেকানিক। তিনি সদর উপজেলার হলিধানী গ্রামের আজিবর মিয়ার ছেলে। ভোলা : ভোলার লালমোহন উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মী মমিন (৩০) ও হোটেল ব্যবসায়ী খলিল (৩৮) নামের দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল ভোর ৬টায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন পৌরসভার উত্তর গেট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লালমোহন থানার পুলিশ রাজদূত নামের ওই বাসটি আটক করেছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে আবেদা খাতুন (৫৫) নামের এক গৃহবধূ মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আকন্দবাড়িয়া আবাসনের সামনের প্রধান সড়ক থেকে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। নিহত আবেদা খাতুন সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে হোন্ডার ধাক্কায় শওকত আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। শওকত আলীর বাড়ি নরসিংদীর চৌঘরিয়া এলাকায়। ব্রাহ্মণবাড়িয়া : বুধবার রাত সোয়া ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে মো. হানিফ ভূইয়া (৪০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। সে আশুগঞ্জ উপজেলার কামাউড়া গ্রামের মো. কুতুব উদ্দিন ভূইয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে এবং শান্তিনগর বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের কিছুক্ষণের মধ্যে কয়েক শ লোক মহাসড়কে অবস্থান করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। নওগাঁ : নওগাঁয় গত চার দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি এলাকায় মিনি ট্রাকের চাপায় পরিমল কুমার (৩০) ও জগদীশ কুমার (২৫) নামের মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কের পাইকপাড়া মোড় নামক স্থানে একটি যাত্রীবাহী বাসের চাপায় অরুণ কুমার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী মারা যান। এ ছাড়া বুধবার সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে রাকিব (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। গাজীপুর : গাজীপুরের রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে বাস উল্টে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। 
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-ঢাকা-রায়পুর মহাসড়কের দালাবাজার বেলতলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর