শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ফেনীতে শিবিরের সড়ক অবরোধ, ভাঙচুর

ফেনীতে শিবিরের সড়ক অবরোধ, ভাঙচুর

ফেনীতে জামায়াতের অফিসে পুলিশের অভিযানে ছাত্রশিবিরের নেতা গ্রেফতারের প্রতিবাদে শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তারা ১০টি গাড়ি ভাঙচুরসহ সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ইট ফেলে সড়ক অবরোধ করেন। বেশ কয়েকটি ককটেলসহ অর্ধশতাধিক পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। গতকাল সকাল ১০টার দিকে শহরের মদিনা বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে শহর শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল আহসানকে গ্রেফতার করা হয়। এ ঘটনার প্রতিবাদে বেলা ১১টার দিকে শিবিরের নেতা-কর্মীরা ট্রাংক রোড থেকে শুরু করে আদালতপাড়া পর্যন্ত সড়ক অবরোধ করেন। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ইটপাটকেল ফেলে, কয়েকটি ককটেলসহ অর্ধশতাধিক পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। দেড় ঘণ্টা পর বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জের বন্ধন কমিউনিটি সেন্টারে 'গোপন' বৈঠক করাকালে জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করে।

সর্বশেষ খবর