শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে ৭২ লাখ টাকা লুট,গার্ড খুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভোল্ট ভেঙে ৭২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ব্যাংক পাহারায় নিয়োজিত গার্ড আয়ুব আলী শেখকে (৫০) কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। গতকাল শুক্রবার রাতে সাড়ে ৮টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত আয়ুব আলী যশোর জেলার কচুয়া গ্রামের মৃত আবুল শেখের পুত্র। তবে এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানায় ওসি লিয়াকত হোসেন জানান, শুক্রবার বিকালে ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার আরেক গার্ড ইউসুফ আলী তার ডিউটি দিতে এসে দেখে ভিতরে তালা মারা। এ সময় তার সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি শাখা ব্যবস্থাপক মাহাবুবকে জানান। শাখা ব্যবস্থাপক দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন ব্যাংকের ভিতরে গার্ড আয়ুব আলীর লাশ পড়ে আছে। পরে ব্যাংকের ভোল্ট ভাঙা দেখতে পান। বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ধারণা করছে, ব্যাংকের উপরের তলায় সমপ্রতি বিসমিল্লাহ এনজিও নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এই ঘটনার সঙ্গে এই প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকতে পারে ।

সর্বশেষ খবর