শিরোনাম
শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

কুমিল্লায় এমপির ফেস্টুন নিয়ে ঈদগাহে হৈ-চৈ

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে বুধবার ঈদুল আজহার দিন স্থানীয় এমপির ফেস্টুন লাগানো নিয়ে হৈ-চৈ হয়েছে।

মুসলি্লদের সূত্র জানায়, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের চারপাশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির পক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়ে ফেস্টুন লাগানো হয়। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন খতিবের মিম্বর বরাবর স্থানে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়ে বড় সাইজের ফেস্টুন লাগানো হয়। এ নিয়ে ঈদের জামাতে আসা মুসলি্লরা প্রথম থেকে বিরূপ মন্তব্য করতে থাকেন। নামাজের আগে এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার শুভেচ্ছা জানাতে দাঁড়ালে মুসলি্লরা তার ছবিটি নামিয়ে ফেলতে হৈ-চৈ শুরু করেন। তারা বলতে থাকেন, এখানে ছবি থাকলে নামাজ হবে না। এমপি বাহার মুসলি্লদের উদ্দেশে বলেন, সারা শহরে অনেক ব্যক্তির ছবি লাগানো হয়েছে, এখানে ছবি লাগানোতে কিছু হয়নি। পরে ঈদগাহের খতিব মাওলানা কারী মো. ইব্রাহিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলেন, যারা ছবি লাগিয়েছে তাদের গোনাহ হবে, এতে মুসলি্লদের নামাজের কোনো ক্ষতি হবে না। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করা কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক জানান, এমপি সাহেবের বক্তব্যের সময় কিছু মুসলি্ল ফেস্টুন সরিয়ে ফেলতে হৈ-চৈ করেন।

সর্বশেষ খবর