অপহরণের ভিকটিম উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশ। এ ঘটনায় মাধবপুর থানার এস আই মমিনুল হক বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অর্ধশত লোকের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ও গন্না গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টায় অপহরণের ভিকটিম উদ্ধারের জন্য মাধবপুর থানার এস আই মমিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্না গ্রামে যায়। এ সময় একদল দুর্বৃত্ত পুলিশের উপর অতর্কিত হামলা চালালে মাধবপুর থানার কনস্টেবল আমির হোসেন (৪০) গুরুতর আহত হন। তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
১৩ নং ধরমণ্ডল ইউপি চেয়ারম্যান আবদুল হাই জানান, পুলিশ গডফাদারদের নাম বাদ দিয়ে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি (তদন্ত) ইয়াছিনুল হক জানান, যারা পুলিশের উপর হামলা করেছে শুধুমাত্র তাদেরকেই আসামি করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।