সিদ্ধিরগঞ্জর গোদনাইলে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলে শেয়ারহোল্ডারদের ওপর পরিচালনা পর্ষদ ও বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শেয়ারহোল্ডাররা বাধা দিতে এলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত আটজন। এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েক মাস ধরেই মিলের শেয়ার বিক্রি নিয়ে শেয়ারহোল্ডারদের সঙ্গে পরিচালনা পর্ষদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কয়েকজন শেয়ারহোল্ডারের ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে পরিচালনা পর্ষদের লোকজন। গতকাল বিকাল ৪টায় আবারও পরিচালনা পর্ষদের লোকজন মিলের ভেতরে হামলা চালায়। তখন শেয়ারহোল্ডাররা বাধা দিলে তাদের কয়েকজনকে মারধর করে। এ নিয়ে হামলাকারীদের সঙ্গে শেয়ারহোল্ডারদের ব্যাপক বাকবিতণ্ডা হয়। বিকাল সাড়ে ৪টায় পরিচালনা পর্ষদের পক্ষে মিলের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানের নেতৃত্বে বহিরাগত ৩০-৩৫ সন্ত্রাসী অস্ত্র নিয়ে একত্রে হামলা চালিয়ে শেয়ারহোল্ডারদের ঘরবাড়ি ভাঙচুর করে। হামলায় শাহ আলম, হালিম, জুবায়েরসহ অন্তত আটজন আহত হন, যাদের সবাই শেয়ারহোল্ডার ও তাদের পরিবারের লোকজন। পরে পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন