শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

রূপগঞ্জে চামড়াবোঝাই পিকআপভ্যান ছিনতাই

রূপগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ পরিচয়ে চামড়াবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার ঈদের দিন রাতে উপজেলার গাউছিয়া থেকে একটি পিকআপ ভ্যানে চামড়া বোঝাই করে ঢাকা ফেরার পথে স্থানীয় বরপা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ছিনতাইকালে পুলিশের পিস্তল, হ্যান্ডকাফ, সিগন্যাল টর্চ, লাঠি ও বাঁশি ব্যবহার করে।
রূপগঞ্জে চামড়া ব্যবসায়ীর সোয়া ২ লাখ টাকা ছিনতাই : রূপগঞ্জে চামড়া বিক্রি করে ফেরার পথে এক চামড়া ব্যবসায়ীকে পিটিয়ে সোয়া ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঈদের দিন বুধবার রাতে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ইসরাফিল মিয়া জানান, তিনি ঈদের দিন উপজেলার মুসুরী এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে স্থানীয় ভুলতা গাউছিয়া বাজারে বিক্রি শেষে রাত ৮টার দিকে ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মুড়াপাড়া বাজারের সামনে এলাকার চিহ্নিত ছিনতাইকারী শ্যামল, সোহেল ও বাবুর নেতৃত্বে সাত-আট জন মিলে অস্ত্র ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। 
বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বেদম মারধর করে ছিনতাইকারীরা। পরে বাজারের বেবিচালকরা তাকে উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সর্বশেষ খবর