শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

সুনামগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত নারীর মৃত্যু

সুনামগঞ্জ শহরের বলাকা আবাসিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত স্বামী-স্ত্রীর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ দিন গুরুতর অসুস্থ থাকার পর সাত মাসের অন্তঃসত্ত্বা ডলি আক্তারের মৃত্যু হয়। বৃহস্পতিবার এশার নামাজের পর ষোলঘর পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হয়। নিহত ডলি আক্তার ষোলঘর এলাকার আবদুল লতিফের ছেলে এমদাদুল হকের স্ত্রী। 
এমদাদুল হক গত পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। জানা যায়, ৬ অক্টোবর ভোররাতে বলাকা আবাসিক এলাকার বাসার তালা ভেঙে এক দল মুখোশধারী দুর্বৃত্ত এমদাদুল হককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রী ডলি আক্তার স্বামীকে রক্ষা করতে আসলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে তারা।
ঘটনার পরদিন এমদাদুল হকের ভাই আবদুল ওদুদ বাদী হয়ে সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, আবদুস সালাম, সৈয়দ রেজাউল করিম, সুনু মিয়াসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত তিন মাসে সুনামগঞ্জ শহরে দুর্বৃত্ত হামলায় তৃতীয় মৃত্যুর ঘটনা এটি। ৭ আগস্ট শহরের নবীনগরে নিজ বাসায় রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে খুন হন মাফিয়া বেগম নামের এক প্রবাসীর স্ত্রী। এর ১১ দিনের মাথায় শহরের মলি্লকপুরে রাতের অন্ধকারে একই কায়দায় খুন হন রুফিয়া বেগম নামের অপর এক প্রবাসীর স্ত্রী।

সর্বশেষ খবর