শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

কণ্ঠশিল্পী মনির খান দলীয় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত

জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান ঝিনাইদহের নির্বাচনী এলাকা কোটচাঁদপুরে নিজ দল বিএনপির নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কোটচাঁদপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। তবে তিনি ঠিক আছেন বলে জানা গেছে।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, মনির খানের বাড়ি মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে হওয়ায় আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সেই হিসেবে আগামী নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ, সভা-সমাবেশ, লিফলেট-পোস্টার বিতরণ করার জন্য এলাকায় এসেছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি নির্বাচনী এলাকা কোটচাঁদপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেঙ্-সংলগ্ন আল রাজি হাসপাতালের সামনে এসে পৌঁছালে কোটচাঁদপুর বিএনপির যুগ্ম-সম্পাদক ফারুকুল আলম সেখা, যুবদল নেতা মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হাসপাতালের মোড়ে গিয়ে অবস্থান নেন। তারা মনির খান ও তার লোকজনদের শহরে ঢুকতে বাধা সৃষ্টি করেন। তর্কবিতর্কের একপর্যায়ে মনির খান ও তার লোকজনকে লাঞ্ছিত করেন। পরে তারা ঢুকতে না পেরে ফিরে যেতে বাধ্য হন। এ ব্যাপারে দলীয় নেতা-কর্মীরা অভিযোগ করেন, মনির খান দীর্ঘদিন ধরে কোনো খোঁজখবর না রেখে, ঈদে আমাদের না ডেকে বহিরাগত কিছু লোক নিয়ে এলাকায় প্রবেশ করায় আমরা বাধা দিয়েছি। জনপ্রিয় এই সংগীতশিল্পী লাঞ্ছিতের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে।
এ ব্যাপারে জানতে শিল্পী মনির খানের মোবাইল ফোন নম্বরে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। এদিকে, কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন এ ব্যাপারে কিছু জানাতে পারেননি।

সর্বশেষ খবর