বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

নোয়াখালীতে বিএডিসির ২ কোটি ৯৩ লাখ টাকার টেন্ডার ভাগাভাগি

নোয়াখালীতে বিএডিসির ২ কোটি ৯৩ লাখ টাকার টেন্ডার ভাগাভাগি

নোয়াখালীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩৬ গ্রুপের ২ কোটি ৯৩ লাখ টাকার খাল খনন ও গভীর নলকূপের টেন্ডার ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে। সরকারদলীয় ঠিকাদাররা গতকাল এসব টেন্ডার ভাগাভাগি করে নিয়েছেন বলে জানা গেছে।

বিএডিসি অফিস সূত্র ও বঞ্চিত ঠিকাদাররা জানান, গতকাল বেলা আড়াইটায় ২৫ গ্রুপ খাল ও ১১ গ্রুপ গভীর নলকূপের দরপত্র ড্রপিং হয়েছে। এর আগে বিএডিসির আওতায় বৃহত্তর নোয়াখালী ও ফেনী খাল পুনঃখনন, কোম্পানীগঞ্জ-সুবর্ণচর দুর্গম এলাকায় দীঘি, পুকুর খনন ও সোনাইমুড়ী বারগাঁ ও অম্বরনগরসহ ২৫ গ্রুপে খাল খনন করতে ২ কোটি ১৫ লাখ টাকার দরপত্র ১০-১২ দিন আগে বিক্রি শুরু করে। একই সময় ওই এলাকায় ১১টি গভীর নলকূপ বসাতে ৭৮ লাখ টাকার দরপত্রও বিক্রি শুরু হয়। জানা যায়, সরকারদলীয় ঠিকাদারদের ভয়ে তালিকাভুক্ত সাধারণ ঠিকাদারা দরপত্র কিনতে সাহস পাননি। ওই দরপত্র সরকারদলীয় ঠিকাদাররা সমঝোতা করে নেন। সাধারণ ঠিকাদাররা দরপত্র কিনতে না পারায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছেন বলে অন্য একটি সূত্রে জানা গেছে। সাধারণ ঠিকাদার মোক্তার হোসেন ও মাজহার জানান, প্রতি বছর লাইন্সেস নবায়ন করতে ৩-৪ হাজার টাকা রাজস্ব দেওয়া হয়। অথচ এ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা দরপত্রই কিনতে পারেননি। এ বিষয়ে জানার জন্য বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলামের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

 

 

সর্বশেষ খবর