বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

সারা দেশে বিএনপি\\\'র বিক্ষোভ

সারা দেশে বিএনপি\\\'র বিক্ষোভ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে টানা তিন দিনের হরতালে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ও শাসক দলের সন্ত্রাসীদের হামলায় নিহত ও আহত এবং দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরঃ

বাগেরহাট : সকালে  মোরেলগঞ্জ সদরে ১৮ দলীয় জোটের মিছিলে বাধা দেয় পুলিশ। দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খান হায়দার জানান, দৈবজ্ঞহাটী বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রহমানের নেতৃত্বে শাসক দলের ক্যাডারদের সশস্ত্র হামলায় বিএনপি ও ছাত্রদলের ১৫ নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে স্থানীয় যুবদল নেতা কবির হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে জেলা সদরসহ ৯ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

সাতক্ষীরা : সকালে শ্যামনগর মহাসিন কলেজ মোড়ে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে ১৮ দলের নেতা-কর্মীরা। এ সময় তারা ১৪ দলের নেতা-কর্মীদের পোস্টার, বিলবোর্ড ও ব্যানার ভাঙচুর এবং ছঁিড়ে ফেলে। পরে শ্যামনগর মহাসিন কলেজ মাঠে সদর থানা বিএনপির সহ-সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. আজিজুল ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জ : বিক্ষোভ মিছিল শেষে শাহজাদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি নেতা ডা. এম এ মুহিত গ্রুপের সঙ্গে উপজেলা যুবদলের সভাপতি ফিরোজ হাসান খান ফাইট গ্রুপের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে যুবদল নেতা মনিরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সিলেট : মহানগর বিএনপির সভাপতি এমএ হকের সভাপতিত্বে নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশে উপস্থিত ছিলেন আজমল বখত, নাসিম হোসাইন, সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান প্রমুখ। এদিকে দিলদার হোসেন সেলিমের সভাপতিত্বে সিটি করপোরেশনের সামনে সমাবেশ বক্তব্য দেন অ্যাড. আবদুল গফফার, অ্যাড. কামাল হোসেন প্রমুখ।

বরিশাল : জেলা বিএনপি কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। এ সময় বক্তব্য রাখেন মুয়াযযম হোসাইন হেলাল, মনিরুজ্জামান ফারুক, জিয়াউদ্দিন সিকদার, সৈয়দ আকবর প্রমুখ। পরে পুলিশ জামায়াত ও শিবিরের কয়েকজন নেতা-কর্মীকে আটকের চষ্টো করে বলে অভিযোগ করেছেন ১৮ দল নেতারা।

কুমিল্লা : জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে নগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন মাহাবুবুর রহমান, ফজলুল হক, অ্যাড. আলী আক্কাছ, জসিম উদ্দিন, আমিরুজ্জামান আমির, শফিউল আলম, ভিপি মজিবুর রহমান, মহসিন মিয়া, বারী আবু, নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

জামালপুর : জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে মহিলা কলেজ গেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন আমজাদ হোসেন, সাইদুর রহমান, শহিদুল হক প্রমুখ।

ময়মনসিংহ : জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক মোর্শেদ আলমের সভাপতিত্বে ভালুকায় সমাবেশে বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহাম্মেদ, এমএ হামিদ, শহীদুল ইসলাম, হালিম মোল্লা প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : সদর পেৌরসভা পার্কে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, অধ্যক্ষ লতিফুর রহমান, মুখলেসুর রহমান প্রমুখ।

মৌলভীবাজার  : শহরের শাহ মোস্তফা গার্ডেন সিটির সামনে সমাবেশে বক্তব্য রাখেন পেৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অপর সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. মুজিবুর রহমান, ওয়ালী সিদ্দিকি প্রমুখ।

মানিকগঞ্জ : শহরের খালপাড় সেতুর ঢালে সমাবেশে বক্তব্য রাখেন আফরোজা খান রিতা, অ্যাড. মোকসেদুর রহমান, অ্যাড. জামিলুর রশিদ প্রমুখ।

পটুয়াখালী ও কলাপাড়া : এমএ রব মিয়ার সভাপতিত্বে শহরের বটতলায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। এদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন নূর বাহাদুর, হাজী হুমায়ুন শিকদার প্রমুখ।

নাটোর ও বড়াইগ্রাম : জেলার আলাইপুর এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, রহিম নেওয়াজ, ফরহাদ আলী প্রমুখ। অপরদিকে শহরের মাদ্রাসা মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আতিকুল ইসলাম প্রমুখ। অন্যদিকে গুরুদাসপুরে আয়নাল হক তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবদুল খালেক ও প্রভাষক আবদুল আলিম প্রমুখ। বড়াইগ্রামে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ একরামুল হক ও প্রভাষক আবদুল হাকিম প্রমুখ।

দিনাজপুর : শহরের দলীয় কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ লুত্ফর রহমান, মুকুল চেৌধুরী, হাসানুজ্জামান উজ্জ্বল, অ্যাড. মাহবুবুর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুর : শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাড. হাসিবুর রহমান, সাহাবুদ্দিন সাবু প্রমুখ।

নরসিংদী : জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে শহরের জেলখানার মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, মঞ্জুর এলাহী, দীন মোহাম্মদ দীপু প্রমুখ।

পিরোজপুর : শহরের সোনালী ব্যাংক সড়কে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাবুল, আলমগীর হোসেন প্রমুখ।

নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও আড়াইহাজার : ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম সেন্টুর নেতৃত্বে মিছিল বের হয়। অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানের তারাব পেৌরসভার যাত্রামুড়া এলাকায় সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ন, সামসুজ্জামান, বাসিরউদ্দিন বাচ্ছু, অ্যাড. গোলজার হোসেন প্রমুখ। এ ছাড়া আড়াইহাজারে সমাবেশ বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবু, আলাউদ্দিন মেম্বার প্রমুখ।

পাবনা ও সাঁথিয়া : শহরের ট্রাফিক মোড় এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ। সঁাথিয়া উপজেলা ও পেৌর বিএনপির উদ্যোগে শহরের তিনমাথা মোড়ে সমাবেশ বক্তব্য রাখেন আলহাজ সিদ্দিকুল ইসলাম, কে এম মাহবুব মোর্শেদ জ্যোতি, শামসুর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা : শহরের শহীদ হাসান চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন ১৮ দলের নেতারা।

ব্রাহ্মণবাড়িয়া : শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে হাফিজুর রহমান মোল্ল­ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জহিরুল হক খোকন, জিল্লুর রহমান প্রমুখ।

কেরানীগঞ্জ : কেরানীগঞ্জের শিকারীটোলাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ মহিউদ্দিন, আবেদ হোসেন, রেজাউল কবির পল, মনির হোসেন মিনু, সুলতান খান, আরমান হোসেন, শাহরিয়ার রাসেল প্রমুখ। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে জিনজিরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন মোজাদ্দেদ আলী বাবু, ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

সর্বশেষ খবর