শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা
গাজীপুর লেগুনা চালককে জবাই

পাহাড়ে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। চট্টগ্রামে সন্ত্রাসীর গুলিতে এক আইনজীবী এবং গোপালগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরে চালককে জবাই করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বগুড়ায় উদ্ধার করা হয়েছে গৃহবধূর ঝুলন্ত লাশ।

খাগড়াছড়ির মানিকছড়ি ও রামগড় উপজেলার সীমান্তবর্তী মরাকইল্যা এলাকায় গতকাল প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মী গোপাল চাকমা (৩৮)। মানিকছড়ি থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে। চট্টগ্রামে আইনজীবী খুন : সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছেন আইনজীবী মো. শাহ আলম। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের বাসিন্দা। নিজ বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জে কুপিয়ে হত্যা : কাশিয়ানীতে আলম মোল্যা নামের এক যুবককে বুধবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, বাটৈধোপা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আলম রাতে একা ঘরে ঘুমিয়ে ছিল। দুর্বৃত্তরা সিঁদ কেটে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গাজীপুর : গাজীপুরে গতকাল বৃহস্পতিবার রাতে এক চালককে জবাই করে তার লেগুনা গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহতের নাম- জুলহাস মিয়া (২৫)। তিনি গাজীপুর মহানগরের চতর এলাকার চুন্নু মিয়ার ছেলে। পুলিশ রাতেই জুলহাসের লাশ উদ্ধার করেছে। বগুড়ায় লাশ উদ্ধার : শেরপুরের সুঘাট মধ্যভাগ গ্রামের গৃহবধূ পপি খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর