শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

যশোর-৫ আসনে ৬৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ দাবি

যশোর-৫ (মনিরামপুর) আসনে ৬০টি কেন্দ্রের সঙ্গে আরও ৫টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি করেছেন ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) স্বপন ভট্টাচার্য। দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন এ আসনে সহিংসতার কারণে নির্বাচন কমিশন ৬০টি কেন্দে ভোটগ্রহণ স্থগিত করেছিল। স্থগিত হওয়া এসব কেন্দে ১৬ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণ করা হবে। যশোর প্রেসক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে স্বপন ভট্টাচার্য দাবি করেন, অকাট্য তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও প্রশাসন ৫টি ভোটকেন্দে র ভোটগ্রহণ স্থগিত করেনি। এগুলো হলো- চাকলা ফাজিল মাদ্রাসা, চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয়, চানপুর মাঝিয়ালি প্রাথমিক বিদ্যালয় ও হাড়োখালি দত্তকোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। তাই ১৬ জানুয়ারি স্থগিত হওয়া ৬০টি কেন্দ্রের সঙ্গে এ ৫টি কেন্দ্রেও পুনরায় ভোট গ্রহণের দাবি জানান তিনি।

সর্বশেষ খবর