বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

একটি সেতুতে বদলে গেছে চরাঞ্চল

একটি সেতুতে বদলে গেছে চরাঞ্চল

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের ওপর এলজিইডির নির্মিত সালটিয়া-হাজীগঞ্জ-দেওয়ানগঞ্জ বাজার সেতু দক্ষিণ ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার মধ্যে সড়কপথে সরাসরি এবং সহজ সংযোগ স্থাপন করেছে। এছাড়া গফরগাঁও ও নান্দাইল উপজেলার চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে যোগযোগ ব্যবস্থা হয়েছে সহজতর। এতে ৪০ কিলোমিটার দূরত্ব কমেছে। এলজিইডির নির্মিত দেশের সর্ব বৃহৎ সেতু এটি। যার নির্মাণ কাজ শুরু ও শেষ হয়েছে বিগত মহাজোট সরকারের চলতি মেয়াদেই। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি ৭২ লাখ টাকা। শুরুতে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৬৬ কোটি ১৪ লাখ টাকা। ৮১০ মিটার দীর্ঘ ৯.৭ মিটার প্রস্থ ডাবল লেনের এ ব্রিজের ওপর রয়েছে ফুটপাত। ১৮টি প্যান, ১৭টি পেয়ারের ব্রিজটি ২৬০টি পাইলের উপর নির্মিত। ফাহমি গোলন্দাজ বাবেল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ ময়মনসিংহবাসীর প্রাণের দাবি পূরণ করেছেন। এদিকে সেতুটি গফরগাঁওয়ের সাবেক তিনবারের এমপি প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের নামে নামকরণ করার জন্য স্থানীয়রা দাবি করেছেন। পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আপেল জানান, ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণে প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজ দীর্ঘসময় শ্রম দিয়েছেন। পৌর যুবলীগ নেতা ইকবাল হোসেন সুমন জানান, প্রয়াত এমপি আলতাফ হোসেন গোলন্দাজের মৃত্যুবার্ষিকী ১৭ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সেতুর নামকরণের দাবিতে কর্মসূচি দেওয়া হবে।

 

সর্বশেষ খবর