বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এবার রংপুরে সড়কে আলু ফেলে প্রতিবাদ

লাভের আশায় আলু বুনে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়েছেন রংপুরের চাষিরা। ন্যায্যমূল্য না পেয়ে গতকাল নগরীর মাহিগঞ্জ সাতমাথায় রংপুর-কুড়িগ্রাম সড়কে শতাধিক বস্তা আলু ফেলে বিক্ষোভ অবরোধ করেন কৃষকরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত অনেকে। আলু চাষি শফিক মিয়া বলেন, তিন একর জমিতে আলু চাষ করে খরচ হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা। দেড় টাকা কেজি দরে ১০০ বস্তা আলু বেচে পেয়েছি ১২ হাজার ৬০০ টাকা। অবশিষ্ট আলু এ দামে বেচলে এক লাখ ৪২ হাজার টাকা লোকসান গুনতে হবে। জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক ফিরোজ আহমেদ বলেন, এ রছর রংপুরের আট উপজেলায় ১০ লাখ ৪০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২০ শতাংশ আলু উত্তোলন করা হয়েছে। কেজিতে উৎপাদন খরচ পড়েছে ৬-৭ টাকা। বিক্রি হচ্ছে দেড় টাকা থেকে ২ টাকা কেজিতে।

সর্বশেষ খবর