বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা

ভয় দেখিয়ে ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের মোকসেদ আলীর স্ত্রী কাবাশি বিবি বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার মামলাটি করেন। মামলার অন্য আসামি হলেন উপজেলার হরিপুর গ্রামের আবদুল গফুর ব্যাপারি।

মামলার এজাহারে কাবাশি বিবি উল্লেখ করেন, আসামি গফুর একজন আদম ব্যাপারি। তিনি তার ভাশুর টুকু মিয়াকে বিদেশ পাঠানোর নাম করে গত বছরের ১৮ জুলাই ২ লাখ ৫০ হাজার টাকা নেন। এরপর টালবাহনা শুরু করলে তারা টাকা ফেরত চাইলে ভাশুরসহ তাকে গফুর তার বাড়িতে ডেকে পাঠান। ৪ ফেব্রুয়ারি গফুরের বাড়ি টাকা আনতে গেলে সেখানে পুলিশ পরিদর্শক মোসলেমসহ কতিপয় সন্ত্রাসীকে ডেকে আনেন। পরে মোসলেম ও গফুর অস্ত্রের মুখে স্ট্যাম্পে তার ও টুকু মিয়ার স্বাক্ষর নেন। এ ব্যাপারে মোসলেম উদ্দিন বলেন, এটি যড়যন্ত্রমূলক মামলা। তাকে হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে।

সর্বশেষ খবর