বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

পচা গম আমদানি

পচা গম আমদানি

চাঁপাইনবাবগঞ্জে আটা কল মালিক আকবর আলীর বিরুদ্ধে পচা গম আমদানির অভিযোগ উঠেছে। ভারত থেকে আড়াই হাজার মেট্রিক টন খাবার অনুপযোগী গম আমদানি করে আটা তৈরির জন্য খালাস করা হচ্ছে। তিন দিন আগে গমগুলো রেলপথে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এসেছে। পচা গমের দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সরেজমিন দেখা গেছে, পচা, দুর্গন্ধযুক্ত ও পোকালাগা গমগুলো খালাস করে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে আকবর আলীর গুদামে। একটি সূত্র জানায়, ওই গম দিয়ে আটা তৈরি করে বাহারি প্যাকেটে ভরে বাজারজাত করা হবে। এ ব্যাপারে প্রিন্স আটার কল মালিক আকবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

তার ভাই নজরুল ইসলাম জানান, আকবর আলী দেশের বাইরে রয়েছেন। ভারতের বিহার রাজ্য থেকে দুই হাজার ৬৫০ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। এর মধ্যে কিছু গম খারাপ রয়েছে।

 

সর্বশেষ খবর