বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এক পলক

ক্ষতিপূরণ প্রদান

নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা-মালোপাড়ার ক্ষতিগ্রস্ত ১২১টি জেলে পরিবারকে মাছ ধরার জাল দিয়েছে সরকার। গতকাল বিকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ক্ষতিগ্রস্তদের হাতে এসব জাল তুলে দেন।

-নিজস্ব প্রতিবেদক, যশোর

 

শ্রমিক বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে বড়পুুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা গতকাল দুপুরে খনির অভ্যন্তরে বিক্ষোভ মিছিল করেছে। বড়পুকুরিয়া কয়লা খনির ডিজিএম (মাইনিং) জাফর সাদিক জানান, শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি সম্পূর্ণ ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপার।

-দিনাজপুর প্রতিনিধি

 

আগুন আতঙ্কে আহত

নীলফামারীতে গোল্ড টাইমিং ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড নামের একটি পরচুলা তৈরির কারখানায় গতকাল আগুন আতঙ্কে তাড়াহুড়া করে থেকে বের হতে গিয়ে অন্তত ২৬ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

-নীলফামারী প্রতিনিধি

 

প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

মাগুরায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলামের বিরুদ্ধে জেলা আদালতে গতকাল যৌন হয়রানির অভিযোগ করেছেন এক মহিলা। জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম এটিকে এজাহার হিসেবে গণ্য করার জন্য মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তবে প্রকৌশলী নূরুল ইসলাম এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

-মাগুরা প্রতিনিধি

 

মাদ্রাসায় তালা

রংপুরের বদরগঞ্জে শিক্ষক না হয়েও বেতনের দাবিতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা কওমি মহিলা মাদ্রাসায় তালা ঝুলিয়েছেন মাওলানা রশিদুল ইসলাম নামে এক ব্যক্তি। এ সময় ভেতরে আটকা পড়েছেন তিন শিক্ষকসহ ৭০ শিক্ষার্থী। গতকাল দুপুরে ওই মাদ্রাসায় তালা ঝুলানো হয়। সন্ধ্যা পর্যন্ত সেখানে আটকা থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা।

-বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

মাদ্রাসায় তালা
রংপুরের বদরগঞ্জে শিক্ষক না হয়েও বেতনের দাবিতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা কওমি মহিলা মাদ্রাসায় তালা ঝুলিয়েছেন মাওলানা রশিদুল ইসলাম নামে এক ব্যক্তি। এ সময় ভেতরে আটকা পড়েছেন তিন শিক্ষকসহ ৭০ শিক্ষার্থী। গতকাল দুপুরে ওই মাদ্রাসায় তালা ঝুলানো হয়। সন্ধ্যা পর্যন্ত সেখানে আটকা থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা।
-বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

তুলার মিলে আগুন
রূপগঞ্জে এলাহী ট্রেডার্স নামে একটি তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে তুলার মিলের সঙ্গে ইসমাইল ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর একটি ঘর পুড়ে আরও ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুর ২ টায় উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটেছে।
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
টঙ্গীর বনমালা রোড এলাকায় গতকাল বুধবার ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অর্থ আদায়ের চেষ্টাকালে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-নাটোরের লালপুর থানার মলাইগ্রামের ভুয়া ম্যাজিস্ট্রেট মো. পারভেজ রেজা (২৯) ও তার সহযোগী কুমিল্লার চৌদ্দগ্রামের হিংগুলা গ্রামের শাহ পরান (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভুয়া ম্যাজিস্ট্রেটের অপর সহযোগীরা দ্রুত পালিয়ে যায়।
-টঙ্গী প্রতিনিধি

শ্রমিকদের মানববন্ধন
রি-রোলিং, স্টিল ও মেটাল শ্রমিকদের উদ্যোগে শ্রমিকদের নিয়োগপত্র, ন্যায্য মজুরি প্রদান ও নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকনেতা এম এ মিল্টনের সভাপতিত্বে সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন নিখিল দাস, ইমাম হোসেন খোকন, আবু নাইম খান প্রমুখ।
-নারায়ণগঞ্জ প্রতিনিধি

পচা গম আমদানি
চাঁপাইনবাবগঞ্জে আটা কল মালিক আকবর আলীর বিরুদ্ধে পচা গম আমদানির অভিযোগ উঠেছে। ভারত থেকে আড়াই হাজার মেট্রিক টন খাবার অনুপযোগী গম আমদানি করে আটা তৈরির জন্য খালাস করা হচ্ছে। তিন দিন আগে গমগুলো রেলপথে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এসেছে।
-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
 

 

 

 

 

সর্বশেষ খবর