বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক শ্রমিক

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নুরবাগ এলাকায় বুধবার রাতে নাস্তা খেয়ে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নুরবাগ এলাকার পূর্বানী গ্র“পের করিম টেক্সটাইলের শ্রমিকদের বুধবার রাত সাড়ে ৭টার দিকে নাস্তা দেওয়া হয়। নাস্তা খেয়ে শ্রমিকরা কাজে যোগ দিলে রাত সাড়ে ৮ টার দিকে শ্রমিকরা বমি করতে থাকেন। কারো কারো খিঁচুনি দেখা দেয়। ধীরে ধীরে অল্প সময়ের মধ্যে একে একে প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের দ্রুত গাজীপুর সদর হাসাপাতাল, কোনাবাড়ি, মৌচাকসহ আশপাশের কয়েকটি ক্লিনিকে ভর্তি করেন। গাজীপুর সদর হাসপাতালের চিকিৎক তপন কান্তি সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবার খেয়ে ফুড পয়েজনিংয়ের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছে।
 

সর্বশেষ খবর