বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ফুলের গ্রাম ফরদি

ফুলের গ্রাম ফরদি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফরদি গামে এ বছর পায় ১০০ বিঘা জমিতে ফুল চাষ করা হয়েছে। ৫০ জন কৃষকের তত্ত্বাবধানে প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। দূর হয়েছে বেকারত্ব। শীতালক্ষ্যা নদীর কোল ঘেঁষে এর অবস্থান। চোখ ফেললেই ফুল আর ফুল। অনেকে এর সৌন্দর্য্য দর্শন করতেও আসেন। বিকাল বেলা এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। সোনরগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল ইসলাম জানান, এ উপজেলায় প্রায় ৬০ বিঘা জমিতে ফুল চাষ করা হয়েছে। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হচ্ছেন অন্যদিকে বেকারত্বও কমছে। সোনারগাঁয়ের ফরদি গ্রামের ফুল রাজধানী ঢাকাসহ দেশের সব প্রান্তের চাহিদা পূরণ করে থাকে। এমনকি এই গ্রামের ফুল বিদেশেও রফতানি হচ্ছে। কাল ১৪ ফেব্র“য়ারী বিশ্ব ভালবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সোনারগাঁয়ের ফুলচাষী ও ব্যবসায়ীদের। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছেন ফুল কিনতে। আর চাষিরাও রয়েছেন ফুল সরবরাহ নিয়ে ব্যস্ততায়।
 

সর্বশেষ খবর