রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সোনার কোটপিন নিয়ে এমপির প্রার্থী ঘোষণা!

সোনার কোটপিন নিয়ে এমপির প্রার্থী ঘোষণা!
বাগেরহাটের শরণখোলায় নাগরিক সংবর্ধনায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের কাছ থেকে ৩টি সোনার নৌকার কোটপিন উপহার নিয়ে তাদের দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি। তৃণমূল আওয়ামী লীগের মতামত উপেক্ষা করে তাদের ভোট না নিয়ে দলীয় প্রার্থী ঘোষণা করায় সেখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বিকালে শরণখোলা উপজেলা রায়েন্দা পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে এমপি ডা. মোজাম্মেল হোসেনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা চলাকালে ডা. মোজাম্মেল এমপি শরণখোলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রহিমা আক্তার হাসির কাছ থেকে ৩টি  সোনার কোটপিন উপহার নেন। এরপর ওই ৩ জনকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করে তাদের জন্য ভোট চাইলেন এমপি ডা. মোজাম্মেল হোসেন। দলের তৃণমূল নেতা-কর্মীদের ভোট ছাড়াই এভাবে প্রার্থী ঘোষণা করায় আওয়ামী লীগদলীয় বর্তমান উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের কর্মী-সমর্থকরা প্রতিবাদে সংবর্ধনাস্থল ত্যাগ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ বিষয়ে গতকাল রাতে এমপি ডা. মোজাম্মেল হোসেন ৩ প্রার্থীর কাছ থেকে সোনার কোটপিন নেওয়ার কথা  মুঠোফোনে স্বীকার করেন। তবে শরণখোলা উপজেলা নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, আমরা সোনার প্রলেপ দেওয়া ৩টি কোটপিন দিয়েছি।

 

সর্বশেষ খবর