রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

স্বাস্থ্য কমপ্লেক্সে কাউন্সিলিং সেন্টার জরুরি

এইচআইভি এইডস প্রতিরোধে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউন্সিলিং সেন্টার স্থাপন জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে যাতায়াত করেন, বাধ্যতামূলকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। গতকাল সকালে যশোরে কেয়ার বাংলাদেশ ও গ্রামের কাগজের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

সীমান্ত এলাকায় এইচআইভি-এইডস শীর্ষক এ গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয় যশোর প্রেসক্লাবের অডিটরিয়ামে। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের ইমফ্যাসিস প্রজেক্টের টিম লিডার আবু তাহের। এ সময় সেখানে কাজী নাবিল আহমেদ এমপি, মোস্তফা লুৎফুল্লাহ এমপি, মোবিনুল ইসলাম মোবিন, যশোর ও সাতক্ষীরার সিভিল সার্জন, সীমান্ত এলাকার জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর