শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বগুড়ায় মুক্তিপণে শিশু উদ্ধার

সরাইলে স্কুলছাত্রী

বগুড়ার শেরপুরে অপহরণকারীদের এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে শিশু সাজিদ খানকে (৬) ফিরে পেল তার পরিবার। শুক্রবার বিকালে বাড়ির সামনে থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সাজিদ। খোঁজাখুঁজির এক পর্যায়ে অপহরণকারী চক্র ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এক লাখ টাকায় মুক্তিপণ দিয়ে উপজেলার মামুরশাহী মাদ্রাসা এলাকা থেকে রাত ৩টায় সাজিদকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাজিদ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের স্বাধীন খানের ছেলে। সাজিদ পৌর শহরের ধুনটমোড় এলাকায় অবস্থিত আর-রাযী ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্রাসার নার্সারির ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সরাইলে অপহরণের তিন দিন পর দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ গতকাল সকালে ওই ছাত্রীকে আদালতে সোপর্দ করলে আদালত ছাত্রীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন। সরাইল থানার ওসি জানান, বখাটেদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর