শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

শেষ হলো সুলতান উৎসব

নড়াইলে গতকাল শেষ হলো দুই দিনব্যাপী সুলতান উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে এস এম সুলতান সংগ্রহশালা প্রাঙ্গণে শিশু শিল্পীদের আর্ট ক্যাম্প ও রেপিকা প্রদর্শনী, চিত্রাপাড়ের বাঁধা ঘাটে শিল্পী আড্ডা, জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা উৎসব, স্থানীয় শিল্পীদের চিত্রকর্ম ও শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ এবং শিল্পকলা একাডেমি মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎকুমার বিশ্বাস, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। সভাপতিত্ব করেন সুলতান ফাউন্ডেশনের সভাপতি, জেলা প্রশাসক আবদুল গফফার খান।

সর্বশেষ খবর