শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

শীতলক্ষ্যায় অভিযান অব্যাহত

শীতলক্ষ্যায় অভিযান অব্যাহত

সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর অবৈধভাবে ভরাটকৃত বালু অপসারণ করতে আরো ২ দিন অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিআইডবি্লউটিএ ও জেলা প্রশাসন। ১৩ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানে গতকাল পর্যন্ত সাড়ে ৪ লাখ ফুট বালু অপসারণ করা হয়েছে। তিনটি ভেকু, ২০টি ট্রাক ও একটি বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন কার্যক্রম চালানো হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ছিল অভিযানস্থলে। বিআইডবি্লউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মঞ্জুর কাদির, উপ-পরিচালক আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী মো. মুসলিম এ সময় উপস্থিত ছিলেন। বিআইডবি্লউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক আলমগীর কবির সাংবাদিকদের জানান, বালু অপসারণের কাজ শেষ না হওয়ায় আরো দুইদিন অভিযানের সময় বাড়ানো হয়েছে। তিনটি ভেকু দ্বারা এ পর্যন্ত সাড়ে ৪ লাখ ঘনফুট বালু অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত ৭০ জন দখলকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া একটি কমিটি গঠন করা হয়েছে। যাদের রিপোর্টের প্রেক্ষিতে অন্যান্য দখলকারীর বিরুদ্ধে ভবিষ্যতে মামলা করা হবে। টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, অভিযান শেষে ওয়াকওয়ের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর