রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বাকৃবিতে ছিনতাইকারীদের হামলায় ৩ ছাত্রী আহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন ছাত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে ৪টি মোবাইল ফোন, ১টি ডিজিটাল ক্যামেরা, ২টি পেনড্রাইভ ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ওই সময় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে এক ছাত্রী তিনটি দাঁত হারিয়েছে। পরে তাকেসহ আহত দুই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন- ইউশা ইসলাম, ফাতেমাতু আনজুম কাবেরী ও অন্বেষা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পূর্বা ইসলাম তাদের বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হলে পেঁৗছে দেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার বলেন, জনবল সংকটের কারণে ক্যাম্পাসের ২৫টি জায়গায় নিরাপত্তা কর্মী রাখা যাচ্ছে না। ভারপ্রাপ্ত প্রক্টর উজ্জ্বল কুমার নাথ বলেন, ছাত্রীরা লিখিত অভিযোগ করেছে। পুলিশ ও র্যাবের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর