রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

এক পলক

নবীনবরণ

কুমিল্লায় ব্রিটানিয়া ইউনিভার্সিটির ৩য় ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মহানগরীর পদুয়ার বাজারে ইউনিভার্সিটির ক্যাম্পাসে নবীনদের বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আলী আশরাফ ও ব্রিটানিয়া ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সৈয়দ এহছানুল হক। সভাপতিত্ব করেন ব্রিটানিয়া ইউনিভার্সিটির ভিসি ড. আবদুস সাত্তার।

- কুমিল্লা প্রতিনিধি

১০ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত

উখিয়া সীমান্তের ঘুমধুম বিজিবির সদস্যরা গতকাল ভোরে নিয়মিত টহলদানকালে অনুপ্রবেশকারী ১০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটককৃত রোহিঙ্গাদের খাদ্য ও মানবিক সেবা দিয়ে বিকাল ৪টার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে ঘুমধুম বিজিবির সুবেদার সাহাব উদ্দিন জানিয়েছেন।

- উখিয়া প্রতিনিধি

নারী-শিশুসহ আটক ৪০

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় গতকাল সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ৪০ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি মামলা দায়েরের পর আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

- বেনাপোল প্রতিনিধি

সিরাজগঞ্জে ভূমিকম্প

শুক্রবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে সিরাজগঞ্জের সব কটি উপজেলায় ভূমিকম্প হয়েছে। শক্তিশালী মাত্রার এ ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল অন্তত ৬ সেকেন্ড। ভূমিকম্পে বড় বড় বিল্ডিং ও রেলস্টেশনসহ সব কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ ঘর থেকে বের হয়ে আসে। তবে কোনো

ক্ষয়ক্ষতি হয়নি।

- সিরাজগঞ্জ প্রতিনিধি

শীতে দুইজনের মৃত্যু

লালমনিরহাটে গতকাল শীতজনিত রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের ছপর উদ্দিনের ছেলে আবুল হোসেন (৬০) ও হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের বদি উদ্দিনের ছেলে হক (৪০)।

- লালমনিরহাট প্রতিনিধি

শেষ হলো সুলতান উৎসব

নড়াইলে গতকাল শেষ হলো দুই দিনব্যাপী সুলতান উৎসব। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে উৎসবের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎকুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন শিল্পী হাশেম খান। সভাপতিত্ব করেন সুলতান ফাউন্ডেশনের সভাপতি, জেলা প্রশাসক আবদুল

গফফার খান।

- নড়াইল প্রতিনিধি

সুতা উদ্ধার

গাজীপুর ট্রাকসহ ছিনতাই হওয়া প্রায় ৪০ লাখ টাকার সুতার আংশিক অংশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে নারায়ণগঞ্জ সদর ও জয়দেবপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে সুতাগুলো

উদ্ধার করেন।

- নারায়ণগঞ্জ প্রতিনিধি

নসিমন চলাচল নিয়ে সংঘর্ষ

মহাসড়কে নসিমন চলাচলের ওপর আদালত নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগ নেতা ৬টি নসিমন নিয়ে ইট আনতে যাওয়ার চেষ্টা করায় শনিবার মাগুরায় মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে হামলা-পাল্টা হামলায় মিরাজ হোসেন ও তারেক খান নামে দুই যুবক আহত হয়েছেন।

- মাগুরা প্রতিনিধি

বিএনপি নেতা গ্রেফতার

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন আজাদ (৫৫) ও কর্মী সেলিম রেজা (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে হরতাল-অবরোধ চলাকালে নাশকতা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা বেশ কয়েকটি মামলা রয়েছে বলে

জানায় পুলিশ।

- সিরাজগঞ্জ প্রতিনিধি

অজ্ঞান করে চুরি

বরিশালের আগৈলঝাড়ায় একটি পরিবারের সবাইকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি করেছে দুর্র্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার ছোট বাশাইল গ্রামের হুমায়ুন কবিরের বাড়িতে এ

ঘটনা ঘটে।

- নিজস্ব প্রতিবেদক, বরিশাল

কালকিনিতে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার পূর্বচর কয়ারিয়া গ্রাম থেকে শুক্রবার বিকাল ৪টায় মোশাররফ হোসেন হাওলাদার (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

- কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সহায়তা

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে রাঙামাটিতে বিভিন্ন সময়ে বন্য হাতির আক্রমণে নিহত পাঁচজনের পরিবারকে ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি প্রধান বন সংরক্ষণ মোহাম্মদ ইউনুছ আলী। এতে আরও বক্তব্য রাখেন, রাঙামাটি বন সংরক্ষক রেজাউল শিকদার, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার প্রমুখ।

- রাঙামাটি প্রতিনিধি

সর্বশেষ খবর