রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

রংপুরে নৈশকোচ খাদে চার যাত্রী নিহত

বিভিন্ন স্থানে আরও ৮

রংপুরে নৈশকোচ খাদে চার যাত্রী নিহত

রংপুরে নৈশকোচ খাদে পড়ে চার যাত্রী, গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী, মৌলভীবাজারে ট্রলি উল্টে চালকসহ ২ জন, ছাতকে মোটরসাইকেল খাদে পড়ে দুই বন্ধু, বরিশালে ভাড়ায় চালিত মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ২৯ জন।

রংপুর : পীরগঞ্জ উপজেলায় রংপুর-বগুড়া মহাসড়কের আংরার সেতুর কাছে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের পর নীলফামারীগামী একটি নৈশকোচ খাদে পড়ে এক মহিলাসহ ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল ভোর সাড়ে ৫টায় এ ঘটনায় নিহতরা হলেন মানিক মিয়া (৩০), অঞ্জনা বেগম (৩২), ইসলাম (৪০) ও ওসমান গণি(৪৮)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফরিদুল (৩০) ও রাজুসহ (৭) পাঁচজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর ১২ জন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতদের সবার বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, পণ্যবাহী ট্রাকটি রংপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষের পর নৈশকোচটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চারজন মারা যান। আরএন এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী নৈশকোচটি ঢাকা থেকে নীলফামারীর ডিমলা যাচ্ছিল। শ্রীপুর (গাজীপুর) : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতাল নেওয়ার পথে আরও দুইজন মারা গেছে। গতকাল দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই শ্রীপুর উপজেলার অধিবাসী ও মোটরসাইকেলের যাত্রী। নিহতরা হলেন-গলদাপাড়া গ্রামের আব্দুল আজিজ বেপারীর ছেলে বিল্লাল হোসেন (১৮), ভুতুলিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকবর হোসেন (১৮) ও কপাটিয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুমন (১৭)। মৌলভীবাজার : সদর উপজেলায় শমসেরগঞ্জ- মৌলভীবাজার সড়কে মাটি বহনকারী ট্রলি উল্টে চালকসহ ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় নাজিরাবাদ ইউপির রাতগাঁও মখলিছুর রহমান কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুনাইদ মিয়া (৩৪) ও সুলেমান মিয়া (১৮)। সুনামগঞ্জ : ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামে শুক্রবার রাত সাড়ে ১১টায় মোটরসাইকেল খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। ওই ঘটনায় গুরুতর আহত সায়েম (২০) নামের অপর মোটরসাইকেল আরোহীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, বারকাহন গ্রামের বাবুল মিয়ার পুত্র আব্দুল করিম জনি (২২) ও কাড়ইলগাঁও গ্রামের আলতাব মিয়ার পুত্র মাছুম আহমদ (২০)। বরিশাল : সদর উপজেলা তালতলীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রহিম গাজী (৩৮) মারা গেছে। শুক্রবার রাতে দুর্ঘটনায় আহত হওয়ার পর গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় সে। সে উপজেলার চর আদবানী গ্রামের আমীর গাজীর ছেলে।

 

সর্বশেষ খবর