রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

পুরুষশূন্য গ্রামে লুটপাট

গত ২৩ মার্চ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শামসুদ্দিন প্রধানসহ তিনজন নিহত হয়েছেন এবং শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এসব ঘটনায় গজারিয়া থানায় একাধিক হত্যা মামলা হয়েছে। ফলে এখানকার বেশ কয়েকটি গ্রাম গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়ে। এ সুযোগে ওইসব এলাকায় ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটে। ছাত্রলীগ নেতা জোটন হত্যা মামলার প্রধান আসামি ফরাজিকান্দি গ্রামের মহিন এবং মিজান। তাদের বাড়ি লুটপাটের পাশাপাশি ওই গ্রামের প্রতিটি বাড়িঘরের টিভি, ফ্রিজসহ সব আসবাবপত্রও লুটে নেয় সন্ত্রাসীরা। এসব এলাকার পুরুষরা এমনকি স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও বাড়ি ফিরতে পারছেন না বলে জানা গেছে। এ ঘটনার কারণে ওই এলাকার ১৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। বর্তমানে অবস্থার কিছুটা উন্নতি হলেও অনেকেই বাড়ি ফিরতে সাহস পাচ্ছেন না। এসব এলাকায় সাংবাদিক প্রবেশেও রয়েছে ঝুঁকি।

সর্বশেষ খবর